Connecting You with the Truth

লক্ষ্মীপুরে  ছাত্রদলের আনন্দ মিছিল

picরুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত করায় জেলা ছাত্রদলের উদ্যেগে একটি আনন্দ মিছিল বের হয়। আজ সোমবার  সকাল ১০টার দিকে শহরের চকবাজার এলাকায় থেকে জেলা যুবদলের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এর সভাপতিত্বে আনন্দ মিছিলটি হয়। এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও পৌর সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর, সাধারণ সম্পাদক রতন সহ প্রমুখ। পরে শহরের  আদর্শ সমাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য   দিয়ে  আনন্দ মিছিলটি শেষ হয়।

Comments
Loading...