দেশজুড়ে
লক্ষ্মীপুরে যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার
রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত এক যুবকের (৩২) মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে ওই উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি সুপারির বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীর থেকে মাথা আলাদা থাকায় বিকেল ৩টা পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় সনাক্ত হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, সকালে উপজেলার হায়দরগঞ্জের রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি সুপারি বাগানে মাথা বহীন একটি মৃতদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে গলা কাটা মাথা বিহীন মৃতদেহটি উদ্ধার করে। এসময় নিহতের শরীরে গেঞ্জি থাকলেও পরনে কিছু ছিল না। পুলিশ ও স্থানীয় লোকজন ওই বাগান এবং আশপাশ এলাকায় খোঁজাখুজি করেও নিহতের মাথার অংশটি পায়নি।
স্থানীয়দের ধারনা, পাশ্ববর্তী চাঁদপুরের হাইমচর উপজেলা বা অন্য কোথায়ও থেকে ওই যুবককে চর আবাবিলের সুপারি বাগানে এনে ধারলো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটনানো হয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় পাশ্ববর্তী মেঘনা নদীতে নিহতের মাথা ফেলে দিতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এ হত্যাকান্ড ঘটনো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতরা খুব বেশী নিহতের ওপর ক্ষুদ্ধ ছিল বলে আলামত দেখে মনে হচ্ছে। সাধারনত ডাকাতি বা বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্ধ হলে এ ধরনের ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাছিম মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে, তবে এ ঘটনায় জড়িত এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস