Connecting You with the Truth

লোহাগাড়ায় মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদকাসক্ত ব্যক্তি উপজেলার দরবেশ হাট এলাকার মোহাম্মদ সওদাগর হাজীর পুত্র জাকারিয়া খোকন। জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই মো. সোলাইমান পাটোয়ারী গত ২৮ মার্চ দিবাগত রাত ১০টায় তাকে মাদকাসক্ত অবস্থায় দরবেশহাট এলাকা থেকে আটক করেন। গত কাল সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানের কার্যালয়ে উপস্থিত করা হলে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাজাহান পিপিএম জানান, আটক জাকারিয়া একজন মাদকাসক্ত লোক এবং ভ্রাম্যমাণ আদালত প্রদত্ত সাজা ভোগের পর স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তিনি আরো বলেন, লোহাগাড়াকে মাদকমুক্ত করতে মাদকদ্রব্য বিক্রেতা ও আসক্তকে আইনের আওতায় আনতে অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Comments
Loading...