লোহাগাড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা নূর হোসেনকে আটক করেছে থানা পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার চুনতি খান দিঘীর পাড় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার রামু দক্ষিণ ছিরকোট এলাকার আবদুল হাকিমের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওর্সি মো. শাহজাহান পিপিএম’র নেতৃত্বে এসআই মো. সোলেমান পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম শহর অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি করে ডালের বস্তার ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১২ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।