Connecting You with the Truth

লোহাগড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। ২৫ ফেব্র“য়ারি বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইফার জানান, ভোরে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। এসময় পাশের একটি চায়ের দোকানও পুড়ে যায়। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, দুর্বৃত্তরা তাদের কার্যালয়ে আগুন দিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Comments
Loading...