শিবগঞ্জ শব্দলদিঘী হাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী শব্দলদিঘী হাট কমিটি আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে শব্দলদিঘী খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় পাতা হিসাবে বানাইল গ্রামের আমির উদ্দিন নিযুক্ত ছিলেন। উক্ত পাতা খেলায় এলাকার ৬ জন ফকির অংশগ্রহণ করে। ফকিররা হলেন, বেলগাড়ী এলাকার আব্দুল্লাহ ফকির ৯ পয়েন্ট, সেকেন্দ্রাবাদ এলাকার শাহ আলম ফকির ৮ পয়েন্ট, ভুরঘাটা এলাকার ফজলু ফকির ৭ পয়েন্ট, বিহার ফকির পাড়ার আজাহার ফকির ৭ পয়েন্ট, আয়নুল ফকির ৫ পয়েন্ট, সেকেন্দ্রাবাদ জিগাতলা ২ পয়েন্ট।
খেলা শেষে সাবেক প্যানেল মেয়র শব্দলদিঘী হাট ও স্কুল কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, হাট পরিচালনা কমিটির সদস্য জহুরুল ইসলাম, জবেদ আলী, আব্দুল জলিল, মহসীন আলী, হামিদুল ইসলাম, মোয়াজ্জিম হোসেন, আজিজার রহমান ফকির, রাজু মিয়া, ইউনুছ আলি ফকির, মইনুদ্দিন ফকির।
খেলায় আব্দুল্লাহ ফকির ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় একটি খাসি ও শাহ আলম ফকির ৮ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ায় জোড়া রাজহাঁস পুরস্কার হিসাবে পান।