শিবালয়ে মেছো বাঘকে পিটিয়ে হত্যা
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাশকান্দি এলাকায় তিন ফুট উচ্চতার একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসি। গত কাল বুধবার সকাল ১০টার দিকে এ বাঘকে হত্যা করা হয়।
শিবালয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কমিউনিটি এ্যানিমেল হেলথ ওয়ার্কার মো. ওয়াসিম সর্দার ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক ওই এলাকার একটি চরে সরিষা ক্ষেতের পাশে ভিটার ঝোপের ভেতর মেছো বাঘটিকে দেখে। কৃষকরা সেখান থেকে সরে গিয়ে এলাকায় বাঘ বাঘ বলে ডাক-চিৎকার করে। মসজিদের মাইকেও এলাকায় বাঘ ঢুকেছে প্রচার করা হয়। পুরো এলাকায় বাঘ আতঙ্কে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা লাঠিসোটা হাতে মেছো বাঘটিকে ঘেরাও করে। বাঘটি দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা ধাওয়া করে। এক পর্যায়ে বাঘটিকে তারা ধাওয়া দিয়ে পিটাতে থাকে। এতে বাঘটি গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আহত বাঘটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন। পরে বাঘটিকে চিকিৎসা দেয়া হলেও মৃত্যুবরণ করে।
শিবালয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. নূরজাহান বেগম জানান, লাঠি পেটায় বাঘটির মেরুদণ্ড ও শরীরের অন্যান্য হাড় ভেঙ্গে যাওয়ায় চিকিৎসা দেয়া হলেও বাঁচানো সম্ভব হয় নি বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাদের দিয়ে বাঘটির চিকিৎসার ব্যবস্থা করেও বাঁচানো সম্ভব হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তর বন্য প্রাণী সংরক্ষণ আইনে অভিযোগ দিলে স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।