শিল্পকলায় ‘বিপ্লবী বরুণ রায়’
বিনোদন ডেস্ক:
বরুণ রায়। বিপ্লবী এই মানুষটি তার ৭২ বছরের জীবনে রাজনৈতিক, বৃটিশ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ সাম্প্রদায়িক চেতনা আজীবন লালন করেছেন। এবার তাকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র । নাম ‘বিপ্লবী ররুণ রায়’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সারোয়ার তমিজউদ্দিন। তিনি এ বিষয়ে বলেন, ‘আমার প্রামাণ্যচিত্রের বিষয় হচ্ছে বরুণ রায়ের বিপ্লবী জীবন ও বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য। এটি নির্মাণ করতে সময় লেগেছে ৭ বছর। এর দৈর্ঘ্য ৫৬ মিনিট।’ এটি প্রদর্শিত হবে ২৯শে জানুয়ারি সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘রনেশ দাস ফিল্ম সোসাইটি’ উৎসবে এর উদ্বোধনী শোতে এটি দেখানো হবে।