Connecting You with the Truth

শেরপুরে বাছুর মেলা অনুষ্ঠিত

শেরপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে বাছুর মেলা অনুষ্ঠিত হয়েছে

২২ ফেব্রুয়ারী বুধবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদ মাঠে এ বাছুর মেলা অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন খামারি অংশ নেন।

ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে এসব বাছুর উৎপাদন করা হয়েছে। এদের মধ্যে থেকে ২৫ খামারিকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এখানে গরু কৃষকের একটি বিরাট সৌভাগ্য এনে দিয়েছে। সঠিকভাবে যদি গরুর জন্ম দেওয়া ও লালন-পালন করা যায় তবে কৃষক নিশ্চিতভাবে আরও বেশি লাভবান হবে। সেই সঙ্গে গরু পালনে উৎসাহী হবে। এ মেলার মাধ্যমে অন্য খামারীদের উৎসাহিত করা। কম খরচে বেশি লাভ করা যাবে। সেই সাথে দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও রপ্তানী করা সম্ভব হবে।

এসময় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (কৃত্রিম সেবা ও প্রশিক্ষণ) ডা. মো. মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া।

এছাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত ও রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দ উপস্থিত ছিলেন।

Comments
Loading...