Connecting You with the Truth

শ্রীপুরে ‘ওপেন হাউজ ডে’ মুক্ত আলোচনা

শ্রীপুর, গাজীপুর:
শ্রীপুর মডেল থানায় বুধবার দুপুরে শ্রীপুর মডেল থানা মিলনায়তনে ‘ওপেন হাউজ ডে’ শিরোনামে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, ওসি তদন্ত আবুল কাশেম। সভায় বক্তব্য রাখেন গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, ইউপি চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম মাস্টারসহ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বর্তমানে শ্রীপুর থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বক্তারা মাওনা চৌরাস্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন, শ্রীপুর কাপাসিয়া সড়কে পুলিশ টহল জোরদার করা, বিভিন্ন পিকনিক স্পট ও বাড়িতে চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশি অভিযান জোরদার করা, ওপেন হাউজ ডে-তে ভুক্তভোগীদের কথা শোনা, প্রতিবারের ওপেন হাউজ ডে-তে পূর্ববর্তী সভার ফলোআপ মূল্যায়ন করা, প্রতিটি ওপেন হাউজ ডে-তে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর উত্তর মো: দেলোয়ার হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে তার অবস্থান সবসময় অটল এবং অনড়। মাদক ব্যবসার সাথে সমাজের যে স্তরের ব্যক্তিরাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’ এছাড়াও ওপেন হাউজ ডে-তে উপস্থাপিত বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রদান করা হয়।

Comments
Loading...