Connect with us

দেশজুড়ে

মানিকগঞ্জের সাংবাদিক জালাল আহম্মেদের পরলোক গমন

Published

on

মানিকগঞ্জ প্রতিনিধি:
বার্ধক্যজনিত কারণে মানিকগঞ্জের প্রবীণ সাংবাদিক জালাল উদ্দিন আহম্মেদ গত সোমবার রাত সোয়া ৯ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সর্বশেষ দৈনিক আল আযানের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, দৈনিক দেশেরপত্র ও আল-আযান পত্রিকার প্রকাশক এ্যাড. আমিনুল হক আকবর, জেলা বিএনপির সহসভাপতি এ্যাড. জামিলুর রশিদ খান, জেলা জামায়াতের আমীর দেলওয়ার হোসাইন, প্রেসক্লাবের সভাপতি গোলম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সাংবাদিক সমিতি, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আসলাম খান বাবুসহ অনেক ব্যক্তি ও সংগঠন।
জালাল আহম্মেদ এর মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও দৈনিক আল-আযান পত্রিকা তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবে আলোচনা সভা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *