ষড়ষন্ত্র করে তারেককে সরানো যাবে না: রফিকুল
স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, “বিগত ওয়ান ইলেভেনের সরকারের সময়েও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে পুনর্তদন্ত্রের নামে তারেক রহমানের নাম অর্ন্তভূক্ত করে চার্জশিট দিয়েছে। এসব করে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরানো যাবে না।” গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলায় ১৬১ জন জবানবন্দী দিয়েছে। এই ১৬১ জনের মধ্যে কেউ তারেক রহমানের নাম উল্লেখ করেনি। তাহলে কেন পরবর্তীতে তাকে জড়িয়ে মামলা দেয়া হয়েছে বুঝতে কোন অসুবিধা হয় না।” তারেক রহমানের জনপ্রিয়তা উল্লেখ করে রফিকুল বলেন, “তারেককে নিয়ে আজকে দেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এতে বোঝা যায় তার জনপ্রিয়তা কত। তারেক সত্য কথা বলে তাই তাকে কারাবন্দী করার জন্য গ্রেনেড হামলা মামলায় জড়ান হয়েছে।” তিনি বলেন, “তারেক এই সত্য প্রকাশে তাকে গালাগালি না করে দেশ ও ইতিহাসের স্বার্থে তারেককে স্বাগত জানানো উচিত।” মামলা-হামলা করে বিএনপির রাজনীতি শেষ করা যাবে না বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে রফিকুল বলেন, “এগুলো করে কাজ হবে না। আন্দোলনের মাধ্যমেই তারেক রহমান দেশে ফিরে আসবেন।” আন্দোলনে কিছু ত্র“টি থাকা সত্বেও ৫ জানুয়ারির নির্বাচনের আগে দেশে ঐতিহাসিক আন্দোলন হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “৭১ সালে যেভাবে পাকিস্তানি সরকারের টাকা খেয়ে হানাদার বাহিনী মানুষের ওপর নির্যাতন করেছে, সেভাবে বর্তমান সরকারের নির্দেশে র্যাব-পুলিশ মানুষের ওপর হামলা, নির্যাতন করেছে।” দেশে বর্তমানে গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থা চলছে মন্তব্য করে বিএনপির এই প্রবীন নেতা বলেন, “দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার স্বার্থে রাজপথে আন্দোলন করতে হবে।” সংগঠনের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, র্ব্যাক বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর পিয়াস করিম, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রফেসর ড. মাযাহারুল হক, প্রফেসর ড. আব্দুল মান্নান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, ড্যাব যুগ্ম মহাসচিব আবদুল আউয়াল ঠাকুর প্রমুখ।