খেলাধুলা

সবার উপরে সুয়ারেজ

Published

on


স্পোর্টস ডেস্ক:
গত কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসার ঘটিয়ে ২০১৪ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো মঙ্গলবার বন্ধ হয়ে গেছে। গত মৌসুমে টটেনহ্যাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদে যোগদানের বিষয়টি যদিও এবার কেউ ছাড়িয়ে যেতে পারেনি তবে ৮০ মিলিয়ন ইউরোর বাঁধা এবারের ট্রান্সফার উইন্ডোতে দুইবার পার হয়েছে। আরেকটি বিষয় এবার লক্ষ্যনীয় বৃটিশ ট্রান্সফার মার্কেটকে এবার ছাপিয়ে গেছে স্প্যানিশ বাজার। বিশ্বকাপের বিতর্কিত খেলোয়াড় লুইস সুয়ারেজকে দলে নিয়ে এবার এই তালিকার শীর্ষ স্থানটি দখল করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বিশ্বকাপে অনাকাঙ্খিত এক ঘটনার জন্ম দিয়ে সুয়ারেজ হয়তবা নিজ দেশ উরুগুয়ে এবং একই সাথে নিজের ক্যারিয়ারের জন্য খুব একটা ভাল কিছু উপহার দিতে পারেননি। কিন্তু তাকে দলে নিতে মুখিয়ে থাকা বিশ্বের বড় বড় ক্লাবগুলো কিন্তু মোটেই এই ঘটনায় পিছপা হয়নি। লিভারপুল থেকে ঠিকই তাকে ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। একইসাথে ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়ে স্প্যানিশ ট্রান্সফার মার্কেটে রেকর্ডও গড়েছে কাতালান জায়ান্টরা। যদিও বার্সেলোনার এই রেকর্ডে চুপ করে বসে থাকেনি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের তারকা হামেস রদ্রিগেজকে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে দলে নিয়ে তারা কাতালানদের সাথে সমানতালে লড়াই করেছে। বিশ্বকাপে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট পাওয়া এই তরুণের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ ক্লাবগুলোও বেশ আগ্রহ দেখিয়েছিল। মজার বিষয় হচ্ছে শীর্ষ দশের তালিকায় এই একটি মাত্র ট্রান্সফারের সাথে প্রিমিয়ার লীগের কোন ক্লাব জড়িত নয়। ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ থেকে আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়াকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়ে দারুন এক আকর্ষন সৃষ্টি করেছে। ডেভিড লুইজকে চেলসিতে ধরে রাখতে হোসে মরিনহো খুব একটা আগ্রহ না দেখালেও প্যারিস সেইন্ট-জার্মেই তাদের ক্লাব রেকর্ড ৪৯.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দলে নিয়ে একটুও ভুল করেনি বলেই দাবী জানিয়েছে। পোর্তো থেকে এলিয়াবুইম মানগালাকে দলে নিতে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ব্যয় করেছে ৪৪.৫ মিলিয়ন ইউরো যা দলবদলের এবার তাদের সর্বোচ্চ ব্যয়। চেলসি অবশ্য এই দৌড়ে এগিয়ে থাকতে কিছুটা সময় ব্যয় করেছে। তবে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে দিয়েগো কস্তাকে স্ট্যামফোর্ড ব্রীজে নিয়ে আসায় তারা যে খুব একটা ভুল করেনি তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। স্প্যানিশ এই তারকাকে দলে নিতে তাদের ব্যয় হয়েছে ৪৪ মিলিয়ন ইউরো। বার্সেলোনা থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনালে আসা এ্যালেক্সিস সানচেজের স্থান এই তালিকায় সপ্তম। সাউদাম্পটন থেকে ৩৭.৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিয়েছে তরুণ স্ট্রাইকার লুক শ’কে। ক্লাব ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন শ। তার নতুন ইউনাইটেড সতীর্থ এ্যান্ডার হেরেরা রয়েছেন নবম স্থানে। এ্যাথলেটিকো বিলবাও থেকে এই মিডফিল্ডারকে দলে নিতে ইউনাইটেডকে ৩৬.৫ মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়েছে। দশম স্থানে রয়েছে বার্সেলোনা থেকে ৩৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে আসা সেস ফ্যাব্রেগাস। অল্প কিছু ব্যবধানে এই তালিকায় স্থান করে নিতে পারেনি আরো কিছু উল্লেখযোগ্য ট্রান্সফার। এর মধ্যে রয়েছে টনি ক্রুস এবং এন্টোনিও গ্রিয়েজমান। এই দু’জনের ২৫ মিলিন ইউরোর বিনিময়ে যথাক্রমে রিয়াল ও এ্যাথলেটিকোতে যোগ দিয়েছেন।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে শীর্ষ ১০ মূল্যবান খেলোয়াড়ের তালিকা :
নং খেলোয়াড় সাবেক ক্লাব বর্তমান ক্লাব ট্রান্সফার ফি
১ লুইস সুয়ারেজ লিভারপুল বার্সেলোনা ৮৮ মিলিয়ন ইউরো
২ হামেস রদ্রিগেজ মোনাকো রিয়াল মাদ্রিদ ৮০ মিলিয়ন ইউরো
৩ এ্যাঞ্জেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ ম্যান ইউ ৭৫ মিলিয়ন ইউরো
৪ ডেভিড লুইজ চেলসি পিএসজি ৪৯.৫ মিলিয়ন ইউরো
৫ এলিয়াকুইম মানগালা পোর্তো ম্যান সিটি ৪৪.৫ মিলিয়ন ইউরো
৬ দিয়েগো কস্তা এ্যাথ. মাদ্রিদ চেলসি ৪৪ মিলিয়ন ইউরো
৭ এ্যালেক্সিস সানচেজ বার্সেলোনা আর্সেনাল ৪০ মিলিয়ন ইউরো
৮ লুক শ সাউদাম্পটন ম্যান ইউ ৩৭.৮ মিলিয়ন ইউরো
৯ এ্যান্ডার হেরেরা এ্যাথ. বিলবাও ম্যান ইউ ৩৬.৫ মিলিয়ন ইউরো
১০. সেস ফ্যাব্রেগাস বার্সেলোনা চেলসি ৩৬ মিলিয়ন ইউরো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version