সব বাধাকে অতিক্রম করে অপির এগিয়ে চলা
বিনোদন ডেস্ক:
অপি করিম ছোটপর্দার প্রিয়দর্শিনী এই অভিনেত্রীকে এখন দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ার আর পড়াশোনায় সমান সাফল্যতা অর্জন করতে পারলেও ব্যাক্তিগত জীবনের কারণে বরাবরই আলোচিত তিনি। আর এই আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল তার বৈবাহিক জীবন। আর এই জীবনেই দুই দুইবার এই অভিনেত্রীকে বড় ধাক্কার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সব বাধাকে অতিক্রম করে তিনি যেন আজ সপ্রতিভ। দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। বিয়ে-সংসার এসবের ভাঙাগড়াসহ নানা ঝামেলা তাকে অনেকটা মিডিয়া থেকে দূরেই রেখেছে। হালে সবকিছুকে পেছনে ফেলে ফের কাজে নিয়মিত হচ্ছেন অপি। গেল বছর ঈদের পর তেমন কোনো কাজ করতে দেখা যায়নি তাকে। সাগর জাহানের পরিচালনায় ‘মাধবীলতা’ নামের নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করতে যাচ্ছেন অপি করিম। আগামী মাস থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে। এই নাটকে অপি করিমের সঙ্গে অভিনয় করতে পারেন চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া এই নাটকে আরো অভিনয় করবেন শাহনেওয়াজ রিপন। নাটকটি আসন্ন ঈদের জন্য নির্মাণ করা হবে। উল্লেখ্য, বিদেশে পড়াশোনা, সংসারসহ নানা কারণে ছোটপর্দায় নিয়মিত কাজ করার সুযোগ পাননি অপি। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি খণ্ড নাটক-টেলিছবিতেও অভিনয় করছেন তিনি।