‘সমর্থকদের ধন্যবাদ’: মাশরাফি
স্পোর্টস ডেস্ক:
সেমি ফাইনালে যাওয়া হলো না। ভারতের বিপক্ষে ১০৯ রানের বড় হার সেই স্বপ্নকে সত্যি হতে দেয়নি। তারপরেও খুশী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খুশী সমর্থকদের প্রতি। তাই কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেরী করলেন না। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঢাকায় বসে অধিনায়ক বলেছিলেন, কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন তারা। কথা রেখেছেন। কিন্তু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে বাংলাদেশের এতো সমর্থক দেখে খানিকটা অবাকই হয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে কথা বলতে গিয়ে ধন্যবাদও দিলেন। মাশরাফি বলেন, ‘এ বছরের বিশ্বকাপ নিয়ে দর্শকদের মতো আমরাও অনেক আশাবাদী ছিলাম। দর্শকদের প্রত্যাশা কিছুটা হলেও আমরা পূরণ অরতে পেরেছি। মাঠে এসে খেলা দেখা এবং আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ।’ প্রসঙ্গত, এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩০৩ রানে টার্গেট দেয় ভারত। জবাবে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।