অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই দুই ওপেনার সরফরাজ ও শেহজাদের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর অধিনায়ক মিসবাহ ও হারিস সোহাইল ৭৩ রানের জুটি গড়ে শুরুর দিকের বিপর্যয় সামাল দিলেও, মিডল অর্ডাররা দলের হাল ধরতে ব্যর্থ হওয়ায় ২১৩ রানে থামে তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই পাক পেসার সোহাইল খানের শিকার হয়ে সাজ ঘরের পথ ধরেন ওপেনার অ্যারন ফিঞ্চ। এরপর দ্রুতই ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক মাইকেল ক্লার্কের উইকেট হারিয়ে চাপে পড়ে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে ওয়াটসনের সাথে ৭৯ রানের জুটি গড়ে অজিদের চাপ সেই চাপ থেকে উদ্ধার করেন স্মিথ। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে দলীয় ১৪৮ রানে স্মিথ বিদায় নিলেও শেন ওয়াটসন। এদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত।