Connecting You with the Truth

সহজ জয়ে সেমিতে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ ভারত

1426839547স্পোর্টসডেস্ক:  বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ২১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ৯৭ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অজি পেসার জস হ্যাজেলউড।

অ্যাডিলেডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানেই দুই ওপেনার সরফরাজ ও শেহজাদের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর অধিনায়ক মিসবাহ ও হারিস সোহাইল ৭৩ রানের জুটি গড়ে শুরুর দিকের বিপর্যয় সামাল দিলেও, মিডল অর্ডাররা দলের হাল ধরতে ব্যর্থ হওয়ায় ২১৩ রানে থামে তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই পাক পেসার সোহাইল খানের শিকার হয়ে সাজ ঘরের পথ ধরেন ওপেনার অ্যারন ফিঞ্চ। এরপর দ্রুতই ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক মাইকেল ক্লার্কের উইকেট হারিয়ে চাপে পড়ে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে ওয়াটসনের সাথে ৭৯ রানের জুটি গড়ে অজিদের চাপ সেই চাপ থেকে উদ্ধার করেন স্মিথ। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে দলীয় ১৪৮ রানে স্মিথ বিদায় নিলেও শেন ওয়াটসন। এদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত।

Comments
Loading...