Connecting You with the Truth

সাতক্ষীরা সদর হাসপাতালের বেহালদশা 

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি। অতিরিক্ত গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। যার কারণে শত-শত ডায়রিয়া রোগীদের সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। সেখানে গিয়ে তারা নানারকম ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সাতক্ষীরা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। দুই রুম বিশিষ্ট ওয়ার্ড একটিতে রোগী ও অপরটিতে নার্স ও ডাক্তার থাকে। রোগীদের থাকার রুমে মাত্র একটি ফ্যান, ছয়টি বেড এবং একটি টয়লেট রয়েছে কিন্তু সেটি ব্যবহারের অযোগ্য। চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, ঝাড়–দারকে রুমের ঝুল হ ভালোভাবে পরিষ্কার করার কথা বললে ঝাড়–দার তাকে পাল্টা জবাব দিয়ে বলে, এর চেয়ে বেশি কাজ করতে পারব না। একটি ফ্যান থাকার কারণে রোগীদের পোহাতে হচ্ছে অনেক কষ্ট। তাছাড়া বারান্দা থাকা রোগীদের কোন ফ্যানের ব্যবস্থা নেই। ডায়রিয়া ওয়ার্ডের সামনে ও পেছনে সেফটি ট্যাংঙ্ক ওভার হয়ে মল ও আবর্জনা বের হওয়ায় চারিদিকে দুর্গন্ধ বের হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডের বেডগুলো অপরিষ্কার ও মরিচা ধরে গেছে। ওয়ার্ডের পাশে ডাস্টবিন না থাকার কারণে যেখানে সেখানে ময়লা ফেলার কারণে রোগীরা আরোও রোগগ্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে হাসপাতালের ওয়ার্ড মাস্টার কামরুজ্জামান বলেন, এত বড় হাসপাতালে মাত্র ৮ জন সুইপার রয়েছে। এই সুইপার সংকটের কারণে ঠিকভাবে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ড পুরাতন হওয়ায় এর কাজ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের কাজ জনস্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় চলছে, কবে নাগাদ শেষ হবে তা তিনি জানেন না। এ ব্যাপারে রোগীরা হাসপাতালের পরিবেশ সুন্দর ও চিকিৎসা সেবার মান ভাল করার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন সালেহ আহম্মদ এর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।

Comments
Loading...