Connecting You with the Truth

সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি:
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আট বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। এর আগে ভোরে তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় আমুদিয়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে। এরা হলনে- খুলনার ছমির আলী (৩০), তার মেয়ে সুমি খাতুন (৮), ছেলে সাকিব (৩), বাগেরহাট জেলার কুলতলা গ্রামের কবির সিপাহী (৪০), আরিফ হোসেন (৪), পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের জুলফিকার আলীর স্ত্রী ছমিরন নেছা (৪০), মেয়ে ছানিয়া খাতুন (৬) ও যশোরের কোটাপাড়ার কওছার আলীর স্ত্রী হিরা শেখ (২৬)। সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুইগাছা ক্যা¤েপর কো¤পানি কমান্ডার শেখ ফয়েজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...