সিজেটিআই এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম) :
পবিত্র মাহে রমাজান উপলক্ষে চট্টগ্রাম জার্নালিজম ট্রেইনিং ইনিস্টিউট (সিজেটিআই) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর গরবা রেস্টুরেন্টে আনন্দ মূখর পরিবেশে সাংবাদিক এম আর মিলন এর সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেটিআই এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাগো জনতার নির্বাহি সম্পাদক সাংবাদিক কামাল পারভেজ ও চট্টগ্রাম রিপোর্টাস এসোসিয়েশন (সিআরএ) এর সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিন।
অতিথিরা বলেন,চট্টগ্রাম সাংবাদিকদের জন্য ভালো মানের কোন ট্রেইনিং ইনিস্টিউট নাই।তারই পেক্ষিতে চট্টগ্রামে এই সাংবাদিক ট্রেইনিং ইনিস্টিউট যাত্রা শুরু হয়।এখান থেকেই একদিন ভালো মানের কিছু সাংবাদিক তৈরি হবে এবং তারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে বলে প্রতাশ্যা ব্যক্ত করেন।
এতে আরো উপস্থিত ছিলেন,মোঃ দিলওয়ার হোসাইন,মোঃ লোকমান, সাংবাদিক যথাক্রমে মোঃ রাজু আহমেদ,মোঃ আশ্রাফ,জিন্নাত আরা ঝিনুক, মনিকা গোমেজ,তানহা ইসলাম সহ প্রমুখ।