মিখনের মা মাহমুদা ও চাচা খবির হোসেন মাহমুদ জানান, রাত প্রায় ২ টা আমরা ডাকাত ডাকাত চিৎকার শুনে দেখি মিখনের শরিরে রক্তাক্ত জখম। এ সময় ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায় তাদের সাথে ধারালো অস্ত্র ছিল। মিখনের কাছ থেকে জানতে পারলাম ওর বাবাকে মারতে এসেছিল দুর্বিত্তরা। মিখন পড়তে ছিল, বাহিরে শব্দ পেয়ে জানালার ফাঁকা দিয়ে তাদের দেখে এবং কথা শুনে বেড় হয়ে চিৎকার দিলেই তাকে কুপিয়ে জখম করে চলে যায় দুর্বিত্তরা। ঘটনা স্থল পুলিশ রাতেই পরিদর্শন করেছে। তবে থানায় কোন অভিযোগ এখনও হয়নি।