Connecting You with the Truth

সিরাজদিখানে দুর্বিত্তদের চাপাতির কোপে এসএসসি পরিক্ষার্থী আহত

kupia_36827মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে দুর্বিত্তদের হামলা ও চাপাতির কোপে এসএসসি পরিক্ষার্থী খালেদ মাহমুদ মিখন (১৬) গুরতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ডান হাতের তালুতে ৮টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরিরে কয়েক স্থানে একাধিক কেটেছে। সে উপজেলার লতব্দি ইউনিয়নের খলিল মাহমুদের ছেলে। শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের নিজ বাড়িতে দুর্বিত্তদের এ হামলার ঘটনা ঘটে।
মিখনের মা মাহমুদা ও চাচা খবির হোসেন মাহমুদ জানান, রাত প্রায় ২ টা আমরা ডাকাত ডাকাত চিৎকার শুনে দেখি মিখনের শরিরে রক্তাক্ত জখম। এ সময় ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায় তাদের সাথে ধারালো অস্ত্র ছিল। মিখনের কাছ থেকে জানতে পারলাম ওর বাবাকে মারতে এসেছিল দুর্বিত্তরা। মিখন পড়তে ছিল, বাহিরে শব্দ পেয়ে জানালার ফাঁকা দিয়ে তাদের দেখে এবং কথা শুনে বেড় হয়ে চিৎকার দিলেই তাকে কুপিয়ে জখম করে চলে যায় দুর্বিত্তরা। ঘটনা স্থল পুলিশ রাতেই পরিদর্শন করেছে। তবে থানায় কোন অভিযোগ এখনও হয়নি।

Comments
Loading...