সিরিয়ায় বোমা হামলায় নিহত ৩৩
সিরিয়ায় পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১শ জন। শুক্রবার ইরানি ক্যালেন্ডার অনুযায় নওরোজ বা নববর্ষ পালন উৎসব চলাকালে এ হামলা চালানো হয়। শিয়া সম্প্রদায়ভুক্ত কুর্দিরা ইরানের সঙ্গে মিলিয়ে নওরোজ উৎসব পালন করে থাকে। কুর্দি সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, শুক্রবার সিরিয়ার উত্তর-পূর্বের শহর হাস্সাকিহতে কুর্দি ডেমোক্র্যাটিক গ্র“প-তেব-দেবের কার্যালয় লক্ষ্য করে প্রথম আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নওরোজ উৎসব উপলক্ষে সেখানে বেশ লোক সমাগম হয়েছিল। দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয় শহরের কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি অব সিরিয়ার কার্যালয়ের সামনে। সেখানেও নওরোজ উৎসব চলছিল। তবে তাৎক্ষনিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রথম হামলাটি আত্মঘাতী ছিলো। ইসলামি স্টেটের (আইএস) এক সদস্য এ হামলা চালিয়েছে। তবে দ্বিতীয় হামলাটি আত্মঘাতী ছিলো না। বোমাটি ওই স্থানে পুঁতে রাখা হয়েছিল।