Connect with us

জাতীয়

‘সুফিরা বিপ্লবী হলে গদি টিকবে না’

Published

on

চট্টগ্রাম প্রতিনিধি:
টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘির মাঠে প্রতিবাদ সমাবেশ করবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুন্নীভিত্তিক সংগঠনটি এ ঘোষণা দেয়।
সংগঠনটির নেতারা কর্মসূচিটিকে ‘মহাপ্রতিবাদ সমাবেশ’ আখ্যা দিয়ে বলেন, হত্যকাণ্ডের পর থেকে এখনো পর্যন্ত লক্ষণীয় কোন অগ্রগতি না থাকায় লালদীঘির মাঠ থেকে চট্টগ্রামসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। লালদীঘির সমাবেশে আহলে সুন্নাত ছাড়াও ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও দেশের সুন্নী জনতা অংশ নেবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহলে সুন্নাতের কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, “ফারুকীর খুনিদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবিতে বুধবার রাত থেকে সুন্নী জনতা রাস্তায় আছে। এরপরও এ হত্যাকাণ্ডে চোখে পড়ার মতো অগ্রগতি নেই।” “তদন্তকারী সংস্থার ঊর্ধ্বতন ব্যক্তিদের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে হতাশার সুরই শোনা গেল। কিছুদিন পর্যন্ত তদন্ত তদন্ত খেলা চালিয়ে আইওয়াশ করে এই হত্যাকাণ্ডের বিচারও হবে না। সেটা হতে দেয়া হবে না।” সুফি-দরবেশরা বিপ্লবী হয়ে উঠলে গদি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলেও হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, মোহাম্মদ সৈয়দ মশিউদদৌলা, মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুস সামাদ, নুরুল ইসলাম জেহাদী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *