Connecting You with the Truth

সেরা উইকেট শিকারী ট্রেন্ট বোল্ট

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা উইকেট শিকারীর তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। তার মোট উইকেটের সংখ্যা ১৯। এদিন ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে তিনি চারটি উইকেট নিয়েছেন তিনি। ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ১৭ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ভারতের মোহাম্মদ শামি, ১৭ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর। ১৬ উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে কোনও দলকেই পাত্তা দিচ্ছে না। তাদের বোলাররা প্রত্যেকটি ম্যাচেই বিরোধীদের উপর আধিপত্য বিস্তার করছে। কিন্তু ব্যাট করতে নেমে কিউই ব্যাটসম্যানরা তাদের উপর বিরোধী দলের বোলারদের আধিপত্য বিস্তার করতে দিচ্ছে না।

Comments
Loading...