Connecting You with the Truth

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মারিয়া চৌধুরীর

b-2বিনোদন ডেস্ক:
ছোটবেলা থেকেই স্বপ্ন তার নায়িকা হবার। স্বপ্ন দেখতেন রুপালি পর্দায় আবির্ভাবের মাধ্যমে দর্শকদের হৃদয় ছুঁয়ে নিবেন তিনি। সেই তিনিটা আর কেউ নন ঢাকাই সিনেমার নতুন মুখ মারিয়া চৌধুরী। এবার তার নায়িকা হওয়ার স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে নিরতিব্য চলচ্চিত্র অবলা নারী (যার ইংরেজী নাম ওয়াও বেবি ওয়াও) শিরোনামে সিনেমার মধ্যে দিয়ে। চলচ্চিত্রেটিতে তিনি অবলা নারী নাম ভূমিকায় অভিনয় করলেও বাস্তব জীবনে সদা হাস্যজ্জল ও চঞ্চল মিষ্টি মেয়ে মারিয়া। প্রথম সিনেমাতেই পরিচালক সোহানুর রহমান সোহানের মতো বড় মাপের নির্মাতার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশী মারিয়া। এ সম্পর্কে মারিয়া বললেন, সালমান শাহ্ ও মৌসুমী আপুর মতো জনপ্রিয় তারকারা সোহান স্যারের হাত ধরেই চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। প্রথম সিনেমাতেই এমন একজন নির্মাতার চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছি। আশা করছি এটি আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে।

Comments
Loading...