হাকিমপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
লুৎফর রহমান, হাকিমপুর প্রতিনিধি. হাকিমপুর (হিলি) পৌরসভার চতুর্থ পরিষদের নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর বৃন্দের দায়িত্বভারগ্রহন, পরিচিতিসভা, ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর পৌরসভা প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার প্রথমের দিকে নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরবৃন্দকে হাকিমপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পরে পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র সভার প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীকে বরন করে নেন।
পরে হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সিদ্দিক হাকিমপুর পৌরসভার বিভিন্ন খাত বাবদ প্রায় ৯০ লাখ টাকা দেনাসহ হাকিমপুর পৌরসভার ক্ষমতা নবনির্বাচিত মেয়র মো.জামিল হোসেন চলন্তের নিকট বুঝিয়ে দেন।
সভায় হাকিমপুর (হিলি) পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জামিল হোসেন চলন্ত পৌরবাসীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে সাথে নিয়ে আগামী দিনে হাকিমপুর (হিলি) পৌরসভার সকল দায় দেনা মুক্ত হয়ে একটি আধুনিক পৌরসভা গঠন করতে পারি সে লক্ষ্যে সকলকে তাকে সহযোগীতা করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পৌর মেয়র মো. কামাল হোসেন রাজ, বাংলাদেশ আওয়ামীলীগ হাকিমপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আল হাজ্ব এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো. শাহিনুর রেজা শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. প্রতাব মল্লিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ হারুন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান, হাকিমপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক টগর মল্লিক, হিলি পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল,সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তৌহিদ,আওয়ামী সেচ্ছা সেবক লীগের সভাপতি মো. আব্দুল কাহের, হাকিমপুর উপজেলা তৃনমূললীগের সদস্য সচিব মো. রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্র লীগের সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, পৌর ছাত্র লীগের সভাপতি ও সাংবাদিক মো. তারিকুল ইসলাম সহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মী , গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দু সহ সাংবাদিক মো. মাহাবুব হোসেন মেজর, মো. আল-আমিন, মো. আফতাবুজ্জামান তাজ, মো. আব্দুল আজিজ,মো. লুৎফর রহমান, মো. রাজু আহমেদ, মো. পারভেজ মাহমুদ সুজন, মোছা. চামেলী খাতুন,মো. আখতারুজ্জামান চৌধুরী, পৌর যুবলীগের প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম ডালিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়রি সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।