হাতীবান্ধায় আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধাঃ লালমনিরহাটের হাতীবান্ধা কে.এম.এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (উঅখঅ) প্রকল্পের আয়োজনে কিশোর কিশোরীদের জীবন মানের উন্নয়ন ও স্বল্প উন্নয়নের লক্ষ্যে একটি সুন্দর স্বপ্ন, একটি নিশ্চিত ভবিষ্যৎ প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তঃবিদ্যাল বিতর্ক প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বির্তক প্রতিযোগিতার আলোচ্য বিষয় ছিল পারিবারিক শিশু বিবাহ বন্ধে নিজের ইচ্ছাশক্তি প্রধান, নারীর ক্ষমতায়ন পারে নারী নির্যাতন বন্ধ করতে, খেলাধুলার মাধ্যমে নারীর আত্মশক্তির উন্নয়ন সম্ভব, ইভটিজিং বন্ধে পুরুষের ভূমিকা প্রধান, স্বপ্নপূবনের ক্ষেত্রে পাবিবারিক ভূমিকাই প্রধান। অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন- আফসার উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কেতকীবাড়ী উচ্চ্ বিদ্যালয়, কেতকীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ধওলাই বাবুর বাজর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নওদাবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করেন। নওদাবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয় কেতকী বাড়ী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওদবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মনমোহন বর্মন, তরণী মোহন বসুনিয়া বিদ্যা নিকেতন, সহকারি শিক্ষক আনিছুর রহমান। কেএমএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর রকিবুল বাহার, ফারজানা পারভিন প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী প্রতিষ্ঠানকে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন।