Connecting You with the Truth

১১টি দল নিয়ে আসছে নতুন জোট

স্টাফ রিপোর্টার:
২০ দলীয় জোট থেকে এনডিপি, মুসলিম লীগ, ন্যাপ ভাসানীসহ ১১টি দল নিয়ে রাজনীতির মাঠে আÍপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট- ডেমোক্রেসি ন্যাশনালিস্ট ফ্রন্ট। শেখ শওকত হোসেন নিলুকে আহ্বায়ক এবং আলমগীর মজুমদারকে সদস্য সচিব করে বৃহ¯পতিবার জোটটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ফ্রন্টের নেতারা।
এ দিকে তাদের সুবিধাবাদী আখ্যা দিয়ে বিএনপির নেতারা বলছেন, এতে ২০ দলে কোনো প্রভাব পড়বে না। বিএনপির নেতৃত্বে ২০১২ সালের এপ্রিলে গঠিত হয় ১৮ দলীয় জোট। গত জুনে কাজী জাফর আহমদের জাতীয় পার্টি এবং সাম্যবাদী দলের একটি অংশও যোগ দেয় এতে। তার পর দুই মাস না পেরুতেই ভাঙ্গন লেগেছে ২০ দলীয় জোটে। শুরু হয় ২৪ আগস্ট শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টির একটি অংশ বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে। একই পথ ধরে এনডিপির একটি অংশ। নতুন জোটের সম্ভাব্য নাম ডেমোক্রেসি ন্যাশনালিস্ট ফ্রন্ট। এর আহ্বায়ক শেখ শওকত হোসেন বলছেন, শুধু ২০ দলীয় জোট ছেড়ে আসা দলগুলোই নয়, নতুন জোটে থাকছে সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দল। তবে, এতে কিছু যায় আসে না বলে মনে করে বিএনপি। আগামীর আন্দোলনে এর কোনো প্রভাবও পড়বে না বলে মনে করেন নেতাদের অনেকে। সম্প্রতি ২০ দলীয় জোটে ভাঙ্গন ধরায় এসব সরকারের একটি অপকৌশল বলেও মনে করেন বিএনপির নেতারা।

Comments
Loading...