Connect with us

জাতীয়

অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রীয়া অব্যাহত রযেছে -নরলিন ওথম্যান

Published

on

স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের অনাগ্রহের কারণে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন ওথম্যান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হাইকমিশনের সচিব আহমেদ ফিকরি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ স¤পাদক সৈয়দ আবদাল আহমদ, সহ-সভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম স¤পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ। মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে নরলিন ওথম্যান বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দেয়া হলেও বাংলাদেশ তাতে সাড়া দেয়নি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতির জন্য বাংলাদেশই দায়ী মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের রফতানিযোগ্য পণ্য কম তারপর বাংলাদেশী পণ্যকে সেখানে উচ্চ শুল্ক দিয়ে ঢুকতে হয়। অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিলেও গেল দুই বছরে বাংলাদেশ থেকে মাত্র সাড়ে চার হাজার শ্রমিক কেন নেয়া হলো? এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়ান হাইকমিশনার আরো বলেন, ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতমানসহ ১৬টি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক আমদানি করে থাকে। কিন্তু অন্যান্য দেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক নেয়া হলেও বাংলাদেশের কম শ্রমিক যাচ্ছে। তার জন্য বাংলাদেশই দায়ী। কেউ অর্থপাচার করে মালয়েশিয়ার সেকেন্ড হোম করছে না উল্লেখ তিনি বলেন, গত বছর ২৮৫ জনসহ এ পর্যন্ত প্রায় তিন হাজার বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এ সময় বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষীক স¤পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ, পার¯পরিক ব্যবসা-বাণিজ্য, শ্রমিক রফতানি ও মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রোগ্রাম নিয়েও কথা বলেন মালয়েশিয়ান হাইকমিশনার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *