Connecting You with the Truth

২২ শে আগস্ট সোহেল রানার ও ইয়ুল রাইয়ানের ‘অদৃশ্য শত্র“’

b-1
বিনোদন ডেস্ক:
আগামী ২২ শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘অদৃশ্য শত্র“’ চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। ছবিটিতে একই সঙ্গে অভিনয় ও পরিচালনা করেছেন তারই পুত্র ইয়ুল রাইয়ান। ‘অদৃশ্য শত্র“’ একটি অ্যাকশন ধাঁচের সিনেমা। ছবির গল্পে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ভূমিকায় সোহেল রানা এবং পুলিশ অফিসারের চরিত্রে ইয়ুল রাইয়ান অভিনয় করেছেন। ছবির গল্পে পিতা ও পুত্রকে বেশ কয়েকবার মুখোমুখি হতে দেখা যাবে। ছবিটি সম্পর্কে প্রিয়.কমকে সোহেল রানা বললেন, আমার ছেলের (মাশরুর পারভেজ জিবরান) ছবিটি পরিচালনার কথা ছিল। হঠাৎ করেই সে অভিনয়ও করতে চায়। শ্যুটিং-এ তার প্রথম দৃশ্যই ছিল আমার সাথে। আমার খুব ভালো লেগেছে যে খুব স্বাভাবিক অভিনয় করেছে মাশরুর। আমাকে দর্শক যেভাবে ভালোবেসে সিনেমায় জায়গা করে দিয়েছেন। আশা করছি ঠিক তেমনিভাবে আমার সন্তানকেও সাপোর্ট দেবেন। আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সে একদিন তার অভিনয় দিয়ে বাবাকেও ছাড়িয়ে যাবে। ইয়ুল রাইয়ান বলেন, চেষ্টা করেছি ভালো একটি সিনেমা নির্মাণের। আকিব পারভেজ ও আমি দুজনে মিলে ছবিটি পরিচালনা করেছি। দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন। আশা করছি ‘অদৃশ্য শত্র“’ ছবিটি সবার ভালো লাগবে। অদৃশ্য শত্র“ সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছে- পারভেজ ফিল্মস।

Comments
Loading...