৩০ এপ্রিলের মধ্যে ডিসিসি ও সিসিসি নির্বাচন করার পরামর্শ আইজিপির

নিজস্ব প্রতিনিধি:   আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পৃথক সময়ে আয়োজনের পরামর্শ দিলেও কমিশন সম্ভবত একই দিনে তিন সিটি নির্বাচন আয়োজন করবে। আমরা কমিশনকে সর্বোত্তম সহযোগিতা করব।

 

Comments (0)
Add Comment