৩০ এপ্রিলের মধ্যে ডিসিসি ও সিসিসি নির্বাচন করার পরামর্শ আইজিপির
নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘আমরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পৃথক সময়ে আয়োজনের পরামর্শ দিলেও কমিশন সম্ভবত একই দিনে তিন সিটি নির্বাচন আয়োজন করবে। আমরা কমিশনকে সর্বোত্তম সহযোগিতা করব।