Connecting You with the Truth

৫ জানুয়ারি দেশে ফিরছেন ৯০ বাংলাদেশি জেলে

বাংলাদেশ ও ভারতে আটক থাকা ১৮৫ জন জেলেকে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তিনি জানান, রবিবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে নিজ দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতীয় জলসীমায় আটক হওয়া ৭৮ নাবিকসহ দুটি বাংলাদেশি ট্রলার ১০ ডিসেম্বর আটক করা হয়। এছাড়া, ট্রলার ডুবির ঘটনায় আরও ১২ জন বাংলাদেশি আটক হন। অন্যদিকে, বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন।

দুই দেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মামলা প্রত্যাহার করে এসব জেলেকে মুক্তি দেওয়া হচ্ছে।

Comments
Loading...