পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে সিডনি থেকে সোমবার ওই বয়স্ক লোকটি চার-সিটার বিচক্রাফট ডাচেস প্লেনটি বরাদ্দ নেয়। কিন্তু মাঝপথেই তিনি অসঙ্গতিপূর্ণ আচরণ করতে থাকেন। কন্ট্রোল স্ট্রিক নিয়ে প্লেনের ইঞ্জিন বন্ধ করতে যান তিনি।
২৩ বছর বয়সী পাইলট বৃদ্ধ যাত্রীকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে একটি মাঠে প্লেনটি অবতরণ করেন।
এয়ারক্রাফট কোম্পানি এক বিবৃতিতে জানায়, পাইলট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তার পেশাদারিত্বের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
পুলিশ ইন্সপেক্টর মার্ক ওয়াল জানান, সিডনির এক হাসপাতালে মুখে সামান্য আঘাত নিয়ে বৃদ্ধ লোকটি ভর্তি আছেন। তার অবস্থা স্থিতিশীল। পাইলটকেও আচমকা এমন ঘটনার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কেন লোকটি প্লেনের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।