Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপসাংবাদিকতা দেশের কল্যানে আসতে পারে না-সেলিনা জাহান লিটা এমপি

selina jahan litaরাণীশংকৈল(ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে ১৬ ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সোমবার বিকালে এক সভা অনূষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন ”অপসাংবাদিকতা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। সাংবাদিকরা জাতির বিবেক কিন্তু এমন একটি মহত পেশায় অপ সাংবাদিকতা সৃষ্ঠি হওয়ায় আজ এ জাতি দ্বিধা বিভক্ত। কিন্তু রাণীশংকৈল উপজেলায় কোন গ্রুপ আমরা দেখতে চাইনা।” তিনি আর ও বলেন, সাংবাদিকদের কল্যানে আমাকে কাজে লাগান আমি আপনাদের পাশে আছি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জিয়া অর্থও দপ্তর সম্পাদক খুরশিদ আলম শাওন, প্রচার সম্পাদক রেজাউল করিম প্রধান, নির্বাহি সদস্য আনোয়ার হোসেন জীবন। সভা শেষে সাংবাদিক নেতারা থানা অফিসার ইনর্চাজ সুকুমার মোহন্তের সাথে মত বিনিময় করেন। প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ সেতাউর রহমান লিটা এমপির ইতিবাচক চিন্তা চেতনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Leave A Reply

Your email address will not be published.