Connect with us

আন্তর্জাতিক

সহকর্মীর গুলিতে নিহত বিএসএফ সদস্য

Published

on

image_118068_0আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বিএসএফের এক সদস্য গুলি চালিয়ে নিজেরই এক সহকর্মীকে মেরে ফেলেছেন। গুলিতে আহত হয়েছেন আরও তিন বিএসএফ প্রহরী। মঙ্গলবার সকালে এই ঘটনা পশ্চিমবঙ্গের ফারাক্কায় বাহিনীর এক ছাউনিতে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সূত্রগুলি বলছে বসন্ত সিং নামের এক বিএসএফ প্রহরীর সঙ্গে মঙ্গলবার সকালে বচসা হয় হেড কনস্টেবল মূলচাঁদ রামের। কিছুক্ষণ পরে মি. সিং গুলি চালাতে শুরু করেন। মি. রাম ছাড়া আরও তিন বিএসএফ সদস্যের গুলি লাগে, যাদের মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কী বিষয়ে বচসা তা বাহিনীর তরফ থেকে এখনও পরিষ্কার করে যেমন জানানো হয় নি, তেমনই আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও। গুলি চালানোর পরে বসন্ত সিং নামের ওই বিএসএফ প্রহরী পালিয়ে গেছেন এখনও তাকে ধরা যায় নি। পুলিশ তল্লাশি শুরু করেছে। সহকর্মীর গুলিতে বিএসএফ সদস্যের মৃত্যু এর আগেও ঘটেছে। গত কয়েক বছরে প্রকাশিত একাধিক সরকারী রিপোর্টে বলা হয়েছে যে বিএসএফ সদস্যরা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে বাধ্য হন। সীমান্ত রক্ষার কঠিন দায?িত্ব, পরিবারের থেকে দীর্ঘদিন আলাদা থাকা সহ বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে পড়তে হয় বলে ওই সব প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে। তবে সম্প্রতি সীমান্ত প্রহরীদের মানসিক চাপ কাটানোর জন্য ছুটির ব্যবস্থা বা পরিবারকে কর্মস্থলে নিয়ে এসে কিছুদিন থাকতে দেওয়ার মতো বেশ কিছু ব্যবস্থাও নিতে শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *