Connecting You with the Truth

অ্যাপল ওয়াচ অ্যাপস

it-7রকমারি ডেস্ক:
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য অ্যাপস চালু করেছে অ্যাপল ইনকরপোরেশন। যদিও অ্যাপলের ওয়াচ অনেক আগেই বাজারে এসেছে। কিন্তু ওয়াচের জন্য অ্যাপস না থাকায় সেটি কাজে লাগাতে পারেন নি ব্যবহারকারীরা। দেরিতে হলেও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য অ্যাপসটি উন্মুক্ত করল। অ্যাপসটি অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের আলাদাভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে না। অ্যাপলের আইফোনের জন্য অ্যাপ ইনস্টল করলেই এটি স্বয়ংক্রিয় ভাবে ওয়াচের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে নেবে। অ্যাপল ওয়াচের সাহায্যে যোগাযোগ রক্ষার পাশাপাশি ব্যবহারকারীরা এটি দিয়ে অনেক কাজই সারতে পারবেন। এটিতে বেশ কয়েকটি স্বাস্থ্য সুরক্ষাকারী অ্যাপ্লিকেশন সংযুক্ত করা হয়েছে। যার সাহায্যে ব্যবহারকারী তার স্বাস্থ্যের প্রতি নজরদারী বাড়াতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.