Connecting You with the Truth

‘আইএসআইএল সৃষ্টিতে সহায়তা করেছেন হিলারি’

hillary-clintonআন্তর্জাতিক ডেস্ক:

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিরিয়ার বিপর্যয়ের জন্য দায়ী এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল সৃষ্টিতে সহায়তা করেছেন। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত কমিটির প্রধান আলেক্সি পুশকোভ এ কথা বলেছেন। ডুমার শুনানিতে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকা পর্যন্ত মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের কোনো উন্নতি হওয়ার আশা তিনি করেন না। এ ছাড়া, ওবামার উত্তরসূরিরাও রাশিয়ার কাছেই ভালোভাবেই পরিচিত বলেও জানান তিনি। ওবামার সম্ভাব্য উত্তরসূরিদের একজন হিসেবে হিলারি ক্লিনটনকে তুলে ধরে আলেক্সি পুশকোভ বলেন, সিরিয়ার বিপর্যয়ের জন্য তিনি দায়ী। এ ছাড়া, আইএসআইএল সৃষ্টিতেও হিলারি সহায়তা করেছেন বলেও জানান পুশকোভ। রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের বিরুদ্ধেও কঠোর মন্তব্য করেন পুশকোভ। তিনি বলেন, ভয়াবহ অজ্ঞ, মারাত্মক অদক্ষ এবং প্রচণ্ড আগ্রাসী রাজনীতিবিদের একটি দল রিপাবলিকান পার্টিতে সৃষ্টি হচ্ছে।

Comments
Loading...