Connect with us

আন্তর্জাতিক

দুই শিশুসন্তানসহ  আইএসে যোগ দিলেন ডাচ নারী

Published

on

imagesআন্তর্জাতিক ডেস্ক:

নেদারল্যান্ডসে বসবাসকারী এক চেচেন নারী সাবেক স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তাদের দুই সন্তানকে নিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছেন। ওই মা তার আট বছর বয়সী ছেলে ও সাত বছর বয়সী মেয়েকে নিয়ে জাল পাসপোর্ট ব্যবহার করে দেশান্তরী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা বাড়ি ছাড়ার পরপরই কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন ওই শিশুদের পিতা ও তাদের মায়ের সাবেক ডাচ স্বামী।  নেদারল্যান্ডসে এ ধরনের ঘটনা এই প্রথমবারের মতো ঘটলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সী ওই নারী নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় শহর মাস্ত্রিচে বসবাস করতেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে ওই নারী ও তার দুই সন্তানকে আর দেখা যায়নি। প্রথমে নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম এবং সেখান থেকে বিমানে গ্রিসের রাজধানী এথেন্সে গিয়েছিলেন ওই নারী।  জানুয়ারিতে নিজের মায়ের সঙ্গে যোগাযোগ করে ওই নারী জানিয়েছেন, তিনি ও তার দুই সন্তান সিরিয়ার আইএস অধিকৃত শহর রাক্কায় অবস্থান করছেন। নেদারল্যান্ডসের সরকারি আইনজীবীরা এই ঘটনাকে একটি অপহরণের ঘটনা হিসেবে বিবেচনা করে ওই নারীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু তারা জানিয়েছেন, যদি ওই নারী তার সন্তানদের নিয়ে সিরীয় সীমান্ত অতিক্রম করে থাকেন, তাহলে তাদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে তেমন কিছুই করতে পারবেন না তারা। সংখ্যালঘুসহ প্রায় ২০০ ডাচ নাগরিক ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএস’এ যোগ দিয়েছেন বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *