Connecting You with the Truth

রোববার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে

Hili1455625455হিলি প্রতিনিধি: আগামীকাল রোববার একুশে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিলিস্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মাঝে যাত্রি পারাপার চালু থাকবে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আগামীকাল রোববার একুশে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে সরকারী ছুটি থাকায় ও যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষ্যে হিলিস্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মাঝে যাত্রি পারাপার ব্যাবস্থা যথারিতী চালু থাকবে।

Comments
Loading...