শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৬ষ্ঠ আঞ্চলিক সম্মেলনে মালদ্বীপে গেছেন শিল্পমন্ত্রী
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৬ষ্ঠ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রবিবার রাতে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মালদ্বীপ সরকারের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এই সফরে যাচ্ছেন।
জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্র ও জাপান সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ সহায়তায় মালদ্বীপ ‘ষষ্ঠ আঞ্চলিক ৩ আর ফোরাম ইন এশিয়া এন্ড দ্যা প্যাসেফিক’ শীর্ষক এই সম্মেলন আয়োজন করেছে। মালদ্বীপের রাজধানী মালেতে আজ থেকে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে। আগামী ১৯ আগস্ট এটি শেষ হবে।
সম্মেলনে দ্রুত নগরায়নের কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে শিল্প দূষণ এবং প্রাকৃতিক ও প্রতিবেশগত ঝু্ঁকির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সীমাবদ্ধতা মোকাবেলায় করণীয় নির্ধারণ হবে।
এছাড়া সম্মেলনে শিল্পবর্জ্যের পরিমাণ কমানো, বর্জ্য পরিশোধন ও পরিশোধিত বর্জ্য শিল্প উত্পাদনে পুনর্ব্যবহারের ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ গ্রহণ ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
সম্মেলনে আমির হোসেন আমু টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ধারা জোরদার করতে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরবেন। সম্মেলনে যোগদান শেষে শিল্পমন্ত্রী ২০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।