Connecting You with the Truth

আতঙ্কে গ্যাংস্টার কিং শাহরুখ খান

b-4
বিনোদন ডেস্ক:
গ্যাংস্টার আতঙ্কে ভুগছেন বলিউড কিং শাহরুখ খান। গ্যাংস্টার রবি পূজারি সোমবার শাহরুখের সঙ্গে অবৈধভাবে সাক্ষাত করতে চাইলে তার এই নিরাপত্তাজনিত আতঙ্ক তৈরি হয়। অবশ্য বলিউড কিং এর এই নিরাপত্তা হুমকি তৈরি হয় শনিবার রাতে। সে রাতে শাহরুখের ব্যবসায়ী বন্ধু ও নতুন সিনেমার নির্বাহী প্রযোজক আলী মোরানিকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শাহরুখ খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর আন্তর্জাতিক মুক্তি চান আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। শনিবার রাতে তিনটি মোটরসাইকেলে চড়ে একদল ‘সন্ত্রাসী’ মোরানির বাংলোর সামনে চার রাউন্ড গুলিও চালায়। এরপর শাহরুখের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন পূজারি। এমন পরিস্থিতিতে কিং খানের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ।


Comments
Loading...