Connecting You with the Truth

আরবসাগরে ভাসছে হাজার হাজার টাকা!

arab-see-moneyআরবসাগর,মুম্বাই,লক্ষ লক্ষ টাকামুম্বাই। মঙ্গলবার বিকেল ৪টা। আরব সাগরের পানিতে ভাসতে দেখা গেল ১০০০ টাকার অজস্র নোট! বেশ কিছু নোট পড়ে আছে পাড়েও। বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয় জেলে এবং হকারদের। ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে।

ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে খবর। সমুদ্রে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে রয়েছে বলে গুজব ছড়ায়। দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। তখনই টাকা কুড়িয়ে নেওয়ার ধুম পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। জীবনের ঝুঁকি নিয়েও সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন কেউ কেউ।

কিন্তু ওই টাকার মালিক কে? কী ভাবে অত টাকা ওই এলাকায় এসে পড়ল? নিশ্চিত ভাবে জানা যায়নি কিছুই। কিছুক্ষণের মধ্যেই মুম্বাই পুলিশ জায়গাটি ঘিরে ফেলে ওই টাকা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর,  দুপুরে ওই অঞ্চলে এক বিদেশিকে তাড়া করে নিয়ে আসে গুন্ডারা। তার কাছ থেকেই হারিয়ে গিয়েছে ওই টাকা। পুলিশ আসার আগে কেউ ১০০০, কেউ বা তারও বেশি টাকা কুড়িয়েছেন। ওই টাকা দিয়ে কেউ বাড়িতে বাচ্চার জন্য ফল কিনে নিয়ে যাওয়ার কথা বলেছেন, আবার কেউ বা কুড়িয়ে পাওয়া টাকা ধর্মস্থানে দিয়ে দেবেন বলে জানিয়েছেন। সূত্র: আনন্দ বাজার।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Comments
Loading...