Connecting You with the Truth

আজ দেশে ফিরছেন আরো ১৫৫ বাংলাদেশী

কক্সবাজার : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ১৫৫ বাংলাদেশীকে ফেরত দিচ্ছে মিয়ানমার। আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ।

বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে। মঙ্গলবার রাতে ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ।

এর মধ্যে ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দেশটির নৌবাহিনী আরও ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্য থেকে বাংলাদেশী হিসেবে শনাক্ত হওয়া ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে বুধবার।

Comments
Loading...