আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা
ইসলামের অন্যতম পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলী পুলিশ কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ছুড়েছে। সে সময় ফিলিস্তিনীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ঢিল এবং পেট্রল বোমা ছোড়ে।
পুলিশ ক’জন জঙ্গী ফিলিস্তিনী এবং তাদের লুকানো বিস্ফোরকের খোঁজে মসজিদ চত্বরে ঢুকলে সংঘর্ষ বাঁধে। জেরুজালেম পোস্ট পত্রিকা লিখছে, সন্দেহভাজন ঐ ফিলিস্তিনীরা আল-আকসায় লুকিয়ে রয়েছে বলে পুলিশের ধারণা।
আল-আকসা চত্বরে এই সংঘর্ষ এমন দিন হলো যেদিন ইহুদিরা তাদের নতুন বছর বা রোশ হাশানাহ উদযাপন শুরু করছে।আল-আকসা মসজিদ চত্বরটি নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনীদের মধ্যে থেকে থেকেই সংঘর্ষ বাঁধে। ইহুদিরা বিশ্বাস করে ঐ মসজিদ চত্বরেই তাদের প্রাচীনতম মন্দির ছিল। সে কারণে, ধার্মিক ইহুদিরা নির্বিঘ্নে ঐ চত্বরে ঢোকার অধিকার চায়।
গত সপ্তাহে আল-আকসা চত্বরে ঢুকতে ইহুদিদের বাধা দেয়ার জন্য দুটি ফিলিস্তিনী গোষ্ঠীকে ইসরায়েল নিষিদ্ধ করে। তখন থেকেই উত্তেজনা শুরু হয়।
আজকের এই সংঘর্ষের পরও ইসরায়েলের জন-নিরাপত্তা মন্ত্রী গিলাদ ইরদান বলেছেন, রোশ হাশানার সময় অর্থাৎ রোববার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ইহুদিদের আল-আকসা চত্বরে ঢুকতে দেওয়া হবে।
বাংলাদেশেরপত্র/এডি/পি