Connecting You with the Truth

সিরিয়ায় আল-কায়েদাপন্থীদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

siyaআল-নুসরা ফ্রন্ট হচ্ছে বিদ্রোহীদের সবচেয়ে শক্তিশালী গ্রুপ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলছে, তারা বিশ্বাস করে যে সিরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীদের গোপনে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকানরা এটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে যে তাদের মিত্র ‘মধ্যপন্থী’ বিদ্রোহীরা আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে আলাদা ।

2সেরগেই লাভরভ, রুশ পররাষ্ট্রমন্ত্রী।

মি. লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র চাইছে আল-নুসরাকে রেহাই দিতে – যাতে পরে কোনোভাবে তাদেরকে এই সংঘাতে কাজে লাগানো যায়। আমেরিকানরা এর মধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছে যে রাশিয়া যদি সিরিয়ার আলেপ্পো শহরে বোমাবর্ষণ বন্ধ না করে তাহলে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মস্কোর সাথে আলোচনা বন্ধ করে দেবে।
অন্যদিকে সিরিয়ার মানবাধিকার কর্মীরা বলছেন, এই গৃহযুদ্ধে একবছর আগে রাশিয়া বিমান হামলা শুরু করার পর থেকে তাতে এ পর্যন্ত ৯ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ইসলামিক স্টেট এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা রয়েছে।

Comments
Loading...