Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইংরেজী নববর্ষ দেশের সকল ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে : রাষ্ট্রপতি

abdul-hamid_92946রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খ্রিষ্টীয় নববর্ষ দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি সকলকে শুভ নববর্ষ এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

তিনি বলেন, বাংলা নববর্ষ জাতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত হওয়ায় খ্রিষ্টীয় নববর্ষ সকলকে ব্যাপকভাবে প্রভাবিত করে। কালের বিবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন জাতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত।

তিনি বলেন, দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন। কোন ধরনের অপসংস্কৃতি যেন আমাদের এই আনন্দধারাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘বিগত বছরের সকল অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি ও বিজয়ের বাণী-এ কামনা করি।’

অতীত অর্জন ও সাফল্যকে ভিত্তি করে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাব- এ হোক নতুন বছরে সকলের অঙ্গীকার।
খ্রিষ্টীয় নববর্ষ ২০১৬ সবার জীবনে আনন্দ ও কল্যাণে বয়ে আনুক রাষ্ট্রপতি এই কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.