Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইউক্রেনকে ৯০০ জেনারেটর দিচ্ছে ইইউ

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সমরাস্ত্র ছাড়াও অর্থ দিয়ে সহায়তা করছে ইউরোপ।

ইউক্রেনকে নতুন করে যুক্তরাষ্ট্র আরও ২২০ কোটি ডলারের (২.২ বিলিয়র ডলার) সামরিক দেওয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার। খবর আনাদোলুর।

এ দিন ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ইউক্রেনকে আরেকটি সুখব দেয়। তারা ৯ হাজার জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল এ কথ্য জানিয়েছেন। এরই মধ্যে ২০০টি এসে ইউক্রেনে পৌঁছেছে।

আরও ৯ হাজার জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। বর্তমানে রুশ হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক এলাকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সমরাস্ত্রের চেয়েও এই মুহুর্তে বেশি প্রয়োজন বিদ্যুৎ। কারণ ইউক্রেনে এখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে।

শুক্রবার এক আরেক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, নতুন সমরাস্ত্রের প্যাকেজে হিমার্স ও প্রেট্রিয়টের মতো অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।

৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তার বিলটি ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটের সঙ্গে বিল আকারে উত্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেনের সামরিক, অর্থনৈতিক ও মানবিক জরুরি চাহিদার ব্যয় নির্বাহ করা হবে।

মার্কিন সিনেট এরই মধ্যে এই খসরা বিলে অনুমোদন দিয়েছে। এখন এটি বিল আকারে পার্লামেন্টের নিম্নকক্ষে তোলা হবে।

Leave A Reply

Your email address will not be published.