ইনজুরিতে মিডফিল্ডার অ্যারন রামসে
স্পোর্টস ডেস্ক:
আর্সেনালের মিডফিল্ডার অ্যারন রামসে ইনজুরিতে পড়েছেন। ওয়েলসের এই তারকা ফুটবলার ইউরো ২০১৬’র বাছাইপর্বের ম্যাচে অ্যানডোরার বিপক্ষে খেলতে নেমে চোট পান তিনি। মাঠের কৃত্রিম ঘাসের কারণে ¯ি¬প কেটে পড়ে গিয়ে আঘাত পান তিনি। তবে, রামসের চোটের থেকে বেশি আলোচনায় এসেছে ওয়েলস বনাম অ্যানডোরার ম্যাচে যে মাঠটি ব্যবহার করা হয়েছে সে মাঠটি নিয়ে। ম্যাচের শেষ মুহুর্তে রামসে বার বার মাঠে ¯ি¬প কেটে পড়ে যাচ্ছিলেন। ম্যাচের ৯০ মিনিটে আরও একবার তিনি পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারেন নি। আঘাত পাওয়ায় মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছয় মিনিট অতিরিক্ত সময় দেওয়ার এই ম্যাচে ৯৪তম মিনিটের সময় তিনি আবারো ¯ি¬প কেটে পড়ে যান। এ সময় রামসেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন ইমির হুয়াস। অ্যানডোরার ঘরের মাঠ কনসল জেনারেলের ক্যাম্প ডি স্পোর্টস মাঠে খেলতে সমস্যা হয়েছে প্রায় প্রতিটি খেলোয়াড়েরই। এ মাঠে লাগানো ছিল কৃত্রিম ঘাস। খেলোয়াড়দের বুটের সঙ্গে বার বার উঠে যাচ্ছিল কৃত্রিম ঘাসগুলো। এর আগে ল্যাবরেটরিতে পরীক্ষার পরেই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের ছাড়পত্র পেয়েছিল মাঠ কর্তৃপক্ষ। তারপরও কৃত্রিম ঘাসের কারণে শরীরের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছিল না ফুটবলাররা। এ ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের ২২ ও ৮১ মিনিটের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ওয়েলস। ম্যাচের ৬ মিনিটে লিমার গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।